আলহাজ্ব কোরবান আলী। |
জনাব আলহাজ্ব
কোরবান আলী।
প্রোপাইটর মেসার্স
কোরবান আলী
ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স
যার
দীর্ঘ দিনের
অক্লান্ত পরিশ্রম
আর সততার
ফসল এই
প্রতিষ্ঠান।
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
আমাদের সম্মানিত কয়েক জন ইঞ্জিনিয়ারদের ছবি
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
ইঞ্জিনিয়ার নয়ন তালুকদার |
বিএসসি
সিভিল - চট্টগ্রাম
ইউনিভার্সিটি অব
ইঞ্জিনিয়ারিং এন্ড
টেকনোলজি
--------------------------------------------------------------------
ইঞ্জিনিয়ার রাজিবুল
হাসান
বিএসসি সিভিল
- সাউদার্ন ইউনিভার্সিটি
বাংলাদেশ
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
আশরাফুল হক চৌধুরী |
ইঞ্জিনিয়ার আশরাফুল
হক চৌধুরী
সিভিল
ডিপ্লোমা - চট্টগ্রাম
পলিটেকনিক ইনস্টিটিউট।
--------------------------------------------------------------------
মনির হোসনে |
ইঞ্জিনিয়ার মনির
হোসনে
সিভিল
ডিপ্লোমা - চট্টগ্রাম
পলিটেকনিক ইনস্টিটিউট।
----------------------------------------------------------------
রায়হান খাঁন |
ইঞ্জিনিয়ার রায়হান
খাঁন
সিভিল ডিপ্লোমা
- আহসান উল্লাহ্ ইউনিভার্সিটি
অব সায়েন্স
এন্ড টেকনোলজি
--------------------------------------------------
--------------------------------------------------
--------------------------------------------------
আমাদের কার্যক্রম সম্পর্কে কিছু কথা
মেসার্স কোরবান আলী ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স ১৯৮০ সাল হইতে জাতির উন্নয়ন অংশীদার। এই দীর্ঘ সময়ে আমরা চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের ছোট বড় প্রায় সকল প্রতিষ্ঠানে সিভিল, স্টীল ও বিভিন্ন মেশিনারীজ ফেব্রিকেশন এবং ইরেকশনের কাজ করিয়া আসিতেছি। বৃহত্তর চট্টগ্রামের প্রায় সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা সুনামের সহিত কাজ করিয়া আসিতেছি। বাংলাদেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের প্রায় সকল প্রতিষ্ঠানে বর্তমানে আমাদের কাজ চলমান আছে। এছাড়াও বাংলাদেশের আরেক বড় শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ। এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কেডিএস গামের্ন্স টেক্্রটাইল, কেডিএস একসেসরিজ লিমিটেড, কেওয়াই স্টীল মিলস্ লিমিটেড, কে ওয়াই সি আর কয়েল, কে ডি এস আই ডি আর সহ তাঁহাদের প্রায় সকল প্রতিষ্ঠানে আমাদের কাজ চলমান। এছাড়াও পিএইচপি গ্রুপ, আরামিট গ্রুপ, টি কে গ্রুপ, ডায়মন্ড সিমেন্ট লিমিটে, রয়েল সিমেন্ট লিমেন্ট, রুবি সিমেন্ট লিমিটেড, এন জি এস সিমেন্ট লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, কবির স্টীল লিমিটেড, এরএসআরএম গ্রুপ সহ বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান কাজ করিয়া আসিতেছে। আমরা গর্বের সাথে এ কথা বলিতে পারি যে, আমরা বাংলাদেশের উন্নয়ন অংশীদার। আমাদের মাননীয় পরিচালক জনাব আলহাজ্ব কোরবান আলী সাহেব তাহার সততা আর কর্ম দক্ষতার সহিত তাহার প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসিতেছিন। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে প্রায় সহস্রাদিক লোক নিয়োজিত আছে। জাতির উন্নয়নের অংশীদার সহ আমরা ব্যাপক কর্ম সংস্থানের ব্যবস্থা করিয়া আসিতেছি। আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখে প্রতি বছর প্রচুর পরিমাণ দক্ষ লোক বিদেশ গমন করিতেছে। এর ফলে আমাদের দেশ আয় করছে প্রচুর বৈদেশিক মূদ্রা। জাতীর উন্নয়নে অংশীদার হতে পেরে আমরা মহান আল্লাহ্ তালার শোকরিয়া আদায় করিতিছি। আপনাদের অনুপ্রেরণাই আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়।
===========================================
http://online.fliphtml5.com/njhz/ucxe/#p=1
ReplyDelete